বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ভাইকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাদেরকে আটক করা হয় বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম হোসেন।
সুস্মিতা পান্ডে রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আটক তার ছোট ভাইয়ের নাম সত্যজিত পান্ডে। তারা মাগুরা সদরের সাতদোহা এলাকার স্বপন পান্ডের ছেলেমেয়ে। খবর বিডিনিউজের।
পরিদর্শক মো. ইব্রাহিম বলেন, ভারতে চিকিৎসার জন্য যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন সুস্মিতা। পাসপোর্ট যাচাই–বাছাই করা হয়। আগে থেকেই তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল।
সুস্মিতাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পরিদর্শক জানান, তিনি ঢাকার নিউমার্কেট থানায় একটি হত্যা মামলার আসামি। তাকে এরই মধ্যে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, সুস্মিতা পান্ডে ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামি। তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হবে।