করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত ভারত আরেকটি দুঃখজনক মাইলফলক পার করেছে, কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার দেশটি প্রথমবারের মতো তিন হাজারেরও বেশি রোগীর মৃত্যু দেখেছে, এ দিন ৩২৮৬ জন মারা গেছেন বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি। এতে দেশটিতে করোনাভাইরাস মহামারীতে মৃতের সংখ্যা দুই লাখ এক হাজার ১৮০ জনে দাঁড়িয়েছে বলে হিসাবে দেখা যাচ্ছে। খবর বিডিনিউজের।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। মাত্র এক সপ্তাহে ২০ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেঙিকোর পর চলতি মহামারীতে মৃত্যুর সংখ্যায় বিশ্বে চতুর্থ স্থানে আছে ভারত। তবে মৃত্যুর সংখ্যায় এগিয়ে থাকা ওই তিনটি দেশের সংকট বর্তমানে ভারতে সৃষ্ট জরুরি পরিস্থিতির মতো নয়। গত সাত দিন ধরে ভারত অন্য যে কোনো দেশের চেয়ে বেশি করোনাভাইরাস রোগী দেখেছে।
হাসপাতালগুলোতে শয্যার অপেক্ষায় থাকা রোগীরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তীব্র অঙিজেন সংকটে হাসপাতালগুলোতে বহু রোগী মারা যাচ্ছে। নিত্য নতুন রোগীর চাপে দেশটির হাসপাতালগুলো তাদের ক্ষমতার শেষ প্রান্তে গিয়ে ঠেকেছে।
রাতদিন শশ্মানে লাশ দাহ ও কবরস্থানে লাশ দাফন করেও কুলিয়ে ওঠা যাচ্ছে না। লাশের মিছিল প্রতিদিনই বড় হচ্ছে।