ভারতে বেসরকারি হাসপাতালে ৬০০ রুপিতে টিকা বেচবে সেরাম ইনস্টিটিউট

| বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ভারতের সেরাম ইনস্টিটিউট (এসআইই) দেশটির বিভিন্ন রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালে কত দামে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা বিক্রি করবে, সেই ঘোষণা দিয়েছে। টিকা উৎপাদনে বিশ্বের সর্ববৃহৎ এই কোম্পানি গতকাল বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের রাজ্য সরকারগুলোর কাছে তারা প্রতি ডোজ টিকা বিক্রি করবে ৪০০ রুপি (৫.৩০ ডলার) দরে। আর বেসরকারি হাসপাতাল এই টিকা চাইলে প্রতি ডোজের দাম পড়বে ৬০০ রুপি (৭.৯৫ ডলার)। খবর বিডিনিউজের।
সেরাম ইনস্টিটিউট বলেছে, এ মুহূর্তে জরুরি চাহিদা এবং পরিস্থিতির জটিলতা বিবেচনায় কর্পোরেট কোম্পানিগুলোকে আলাদাভাবে টিকা সরবরাহ করা হবে কঠিন কাজ। কর্পোরেট ও বেসরকারি খাতের সবাইকে আমরা বলব, রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালগুলোর মাধ্যমে আপনারা টিকা পাওয়ার চেষ্টা করুন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা কোভিশিল্ড নামে উৎপাদন ও বাজারজাত করছে সেরাম ইনস্টিটিউট। ভারতে ইতোমধ্যে এ টিকার ১১ কোটি ২০ লাখ ডোজ দেওয়া হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। এছাড়া ভারতীয় কোম্পানি ভারত বায়োটেক তাদের তৈরি করোনা ভাইরাসের টিকা বাজারজাত করছে কোভ্যাক্সি নামে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি ঘরের জন্য গৃহহীন নারীর কাছে চাঁদা দাবির অভিযোগ
পরবর্তী নিবন্ধআগামী বাজেট দরিদ্রদের জন্য-অর্থমন্ত্রী