ভারতে বিশ্বকাপ খেলায় আবারও ‘না’ বলল বাংলাদেশ

বিসিবি-আইসিসি বৈঠকে অন্য গ্রুপে খেলার প্রস্তাব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে গতকাল ঢাকায় আসা আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও বিসিবি তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

এর আগে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে নাবাংলাদেশ এমন সিদ্ধান্ত জানানোর পর থেকেই আইসিসির সঙ্গে অনলাইনে বৈঠক হচ্ছিল বিসিবির। এর মধ্যেই বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে ঢাকায় এলেন আইসিসির কর্মকর্তা। গতকাল বিকেলে হওয়া এই বৈঠকে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাঙেনাও। প্রত্যাশিত সময়ে ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি।

গতকাল রাতে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরে, যেখানে দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি আইসিসির কাছে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এই বৈঠকে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের উপায় হিসেবে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় এসেছে বলে জানিয়েছে বিসিবি। মূলত আয়ারল্যান্ডের জায়গায় শ্রীলঙ্কায় ম্যাচ খেলার লক্ষ্যেই এই গ্রুপ অদলবদলের প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে আয়ারল্যান্ডের পরিবর্তে ‘গ্রুপ সি’তে খেলার প্রস্তাব দেওয়া হয়।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘গ্রুপ বি’তে রয়েছে। এ গ্রুপের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে ‘গ্রুপ সি’তে থাকা আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে হওয়ার কথা রয়েছে। বিসিবি চায় আয়ারল্যান্ডের জায়গায় গিয়ে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে, যাতে ভারতের মাটিতে পা না রেখেও বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব হয়।

গতকালের বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আইসিসির প্রতিনিধিরা বিসিবির কথা শুনলেও কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে তারা। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসির সঙ্গে তাদের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে। বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় এখন বল কার্যত আইসিসির কোর্টে। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি শিগগিরই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর ভাগ্য পরীক্ষা আজ
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ জাম্বুরী পার্কের গেটে মিলল তিন মাসের শিশু