ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ও সময়োচিত : আমিনুল

| মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৫:০৮ পূর্বাহ্ণ

জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক এবং ২০০৩ সালের সাফ ফুটবলজয়ী দলের অন্যতম সদস্য আমিনুল হক। খেলা ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় হয়ে মাঠের ফুটবলার আমিনুল হয়ে ওঠেন রাজপথের আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠ। রাজনীতিতে সক্রিয় থাকলেও ক্রীড়াঙ্গনের সঙ্গে আমিনুলের সম্পর্ক বরাবরের মতোই অটুট। গতকাল ৫ জানুয়ারি ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়া, বাংলাদেশ জাতীয় দলের টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত এবং সব চ্যানেলে আইপিএল সমপ্রচার বন্ধ রাখার বিষয়েও কথা বলেন। সব সিদ্ধান্ত সঠিক ও সময়োচিত উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ক্রীড়া সম্পাদক আমিনুল বলেন, ‘সবার আগে দেশ। বাংলাদেশ সবার আগে। দেশের মানমর্যাদা ও সম্মানের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। বর্তমান পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশ যে বিকল্প ভেন্যু চেয়েছে বিশেষ করে শ্রীলঙ্কায় সেখানেই খেলতে পারবে।’ মোস্তাফিজ ইস্যু প্রসঙ্গে আমিনুল বলেন, ‘মোস্তাফিজের মতো একজন ক্রিকেটারের নিরাপত্তার প্রশ্ন তুলে তাকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে স্পষ্ট হয়ে যায়, ভারতে গেলে আমাদের ক্রিকেটাররা নিরাপদ থাকবে না। একজন খেলোয়াড় যেখানে নিরাপদ নয়, সেখানে পুরো দল কীভাবে নিরাপদ থাকবে?’

পূর্ববর্তী নিবন্ধশিগগিরই বিসিবির সঙ্গে সভায় বসবে আইসিসি : বুলবুল
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল