ভারতের মহারাষ্ট্রে এক বিধায়কের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে মারাঠা কোটা ইস্যুতে আন্দোলনকারীরা। গতকাল সোমবার রাজ্যের বিড জেলায় বিধায়ক প্রকাশ সোলাঙ্কির বাড়িতে হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন বিধায়ক প্রকাশের বাড়িতে ইটপাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এসময় বাড়ির বাইরে রাখা একটি গাড়িও ভাঙচুর করা হয়। দ্বিবিভক্ত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) অজিত পাওয়ার নেতৃত্বাধীন পক্ষের সংসদ সদস্য প্রকাশ সোলাঙ্কি। তিনি বার্তা সংস্থা এএনআই’কে বলেছেন, হামলার সময় আমি বাড়ির ভেতরেই ছিলাম। সৌভাগ্যবশত পরিবারের কোনো সদস্য বা কর্মী আহত হননি। আমরা নিরাপদে রয়েছি। তবে বাড়ির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।
এএনআই’র শেয়ার করা ভিডিওতে সাদা রঙের বাড়িটির নিচের অংশজুড়ে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মারাঠা কোটা ইস্যুতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে মহারাষ্ট্রে। এটি কার্যকর করতে রাজ্য সরকারকে ৪০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। ইস্যুতে সমপ্রতি প্রকাশ সোলাঙ্কির কথিত একটি বক্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।