করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে এক সপ্তাহের মধ্যে পঞ্চমবারের মতো একদিনে চার লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে ও টানা দ্বিতীয় দিনের মতো চার হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। রোববার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় সেখানে চার লাখ তিন হাজার ৭৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময় ৪০৯২ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
একদিন আগে দেশটি প্রথমাবারের মতো চার হাজারের বেশি মৃত্যু দেখেছে। সেদিন চার হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছিল। মহামারী শুরু হওয়ার পর ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে শুক্রবার স্থানীয় সময় সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে চার লাখ ১৪ হাজার ১৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, যা বিশ্বে যে কোনো দেশে দৈনিক শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা দুই কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত।