ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের বাইরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন, যাদের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আজমের রোডে একটি পেট্রোল পাম্পের বাইরে এ দুর্ঘটনা ঘটে। একটি সিএনজি ট্যাঙ্কার পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে ছিল, ট্রাকের ধাক্কায় সেটিতে আগুন ধরে যায়। খবর বিডিনিউজের।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। এনডিটিভি লিখেছে, আগুনে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা আরো কয়েকটি যানবাহন পুড়ে যায়। ঘটনার পর বিশাল আগুনের শিখা এবং কালো ধোঁয়ার মেঘ কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, যে ট্রাকটি সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা দিয়েছিল, সেটি রাসায়নিক পদার্থ বহন করছিল। তাই খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, দশ কিলোমিটার দূর থেকেও সেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর বিভিন্ন যানবাহনের জ্বালানির ট্যাংক বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ধারাবাকিভাবে। ঠিক কতগুলো ট্রাক সেখানে পুড়েছে তা এখনও নিশ্চিত নয়। আহতদের অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাও আহতদের দেখতে হাসপাতালে গেছেন। সামাজিক মাধ্যম এক্স–এ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং আহতদের যথাযথ যত্ন নেওয়ার নির্দেশ দেন।