ভারতে পেট্রল-ডিজেলের দাম বাড়ল ৮ দিনে সাতবার

| বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৪৭ অপরাহ্ণ

ভারতে জ্বালানি তেলের দাম গত আট দিনের মধ্যে সপ্তমবার বেড়েছে, রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ছাড়িয়ে গেছে ১০০ রুপি। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার পেট্রোলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা এবং ডিজেলের দর ৭০ পয়সা বাড়ানো হয়েছে। তাতে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৯.৪১ রুপি থেকে বেড়ে হয়েছে ১০০.২১ রুপি। খবর বিডিনিউজের। আর ডিজেল ৯০.৭৭ রুপি থেকে থেকে বেড়ে হয়েছে ৯১.৪৭ রুপি। ভারতের মহানগরগুলোর মধ্যে মুম্বাইয়ে জ্বালানি তেলের দাম এখন সবচেয়ে বেশি। সেখানে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১৫.০৪ রুপি, ডিজেল ৯৯.২৫ রুপিতে বিক্রি হচ্ছে। ভারতে জ্বালানি তেলের চাহিদার ৮৫ শতাংশ আসে আমদানি থেকে। ভারতে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো আন্তর্জাতিক বাজারে দরের ওঠানামা এবং রুপি-ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম পর্যালোচনা করে। ভ্যাটের হারের ভিত্তি একেক রাজ্যে দাম বদলে যায়। এনডিটিভি লিখেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লেও ভারতে তেলের দাম স্থিতিশীল ছিল বেশ কিছুদিন ধরে। গত ২২ মার্চ তা বাড়তে শুরু করে। মুডিস ইনভেস্টরস সার্ভিস বলছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম না বাড়িয়ে ধরে রাখা হয়েছিল। আর তাতে খুচরা বিক্রেতার আয় ১৯ হাজার কোটি রুপি কম হয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনার ইংগিতে এবং কোভিড সংক্রমণ বাড়ার কারণে চীনের সাংহাইয়ে লকডাউন জারি হওয়ায় মঙ্গলবার বিশ্ব বাজারে তেলের দাম কমেছে।

পূর্ববর্তী নিবন্ধকয়লার ইস্ত্রি-হারিকেনে ফিরছে শ্রীলঙ্কা!
পরবর্তী নিবন্ধক্ষেপণাস্ত্রের জোগান বাড়াবে যুক্তরাষ্ট্র