ভারতে পাচার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছে তিন বছরে

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ভালো কাজের প্রলোভনের ফাঁদে পড়ে ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশি তিন বছর পর দেশে ফিরেছেন। গতকাল সোমবার বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের এপারে পাঠানো হয় বলে ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান। খবর বিডিনিউজের।
আহসান হাবিব বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রহণ করেছে।
ফেরত আসাদের মধ্যে শিশু ও তরুণ ২০ জন। তাদের বাড়ি কুমিল্লা, কুড়িগ্রাম, বরিশাল, ফরিদপুর, নড়াইল, পিরোজপুর, রাজশাহী, সুনামগঞ্জ, রাজবাড়ি, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, গোপালগঞ্জ, যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। এদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।
বেসরকারি সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার এবিএম মুহিত হোসেন বলেন, ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে এসব শিশু-কিশোর-কিশোরী প্রায় তিন বছর আগে ভারতে যায়। সেখানে পাচারকারীরা তাদের ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দিয়ে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে। মুহিত বলেন, ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। পরে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসেলিমা, আমানসহ ৪০ বিএনপি নেতাকর্মীর বিচার শুরু
পরবর্তী নিবন্ধএত টাকা-সম্পদ দিয়ে কী হবে, প্রশ্ন সেতুমন্ত্রীর