ভারতে এবার একদিনে রেকর্ড ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে টানা পাঁচ দিন দেশটিতে এক লাখের বেশি করে রোগী মিলল। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল, রোববার তার চেয়েও ৫ শতাংশ বেশি রোগীর কথা জানাল। খবর বিডিনিউজের।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দাপট অব্যাহত থাকায় দেশটির অনেক অংশেই এখন রোগীর ভিড়ে হাসপাতালগুলো উপচে পড়ছে। রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে একদিনে আরও ৮৩৯ জনের মৃত্যুর খবর মিলেছে। এ সংখ্যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাণঘাতী এ ভাইরাসে ভারতে এখন পর্যন্ত সরকারি হিসাবেই মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৯ হাজার ২৭৫ জনে। মৃতের সংখ্যায় বিশ্বে চতুর্থ স্থানে আছে দেশটি। আক্রান্ত ছাড়িয়ে গেছে এক কোটি ৩৩ লাখ, বিশ্বের দেশগুলোর মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ। এর উপরে রোগী শনাক্ত হয়েছে কেবল ব্রাজিল আর যুক্তরাষ্ট্রে। সামপ্রতিক সপ্তাহগুলোতে সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অনেক রাজ্যই রাত্রিকালীন কারফিউসহ নানান বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছে।