ভারতে দৈনিক মৃত্যু ফের তিন হাজারের উপরে

দ্বিতীয় ঢেউয়ে মারা গেছেন ৫৯৪ চিকিৎসক

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১২:১৯ অপরাহ্ণ

করোনাভাইরাস প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের তিন হাজারের ওপরে উঠেছে। পাশাপাশি শনাক্ত রোগীর সংখ্যাও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৫৯৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, গতকাল বুধবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে এক লাখ ৩২ হাজার ৭৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময় মৃত্যু হয়েছে ৩২০৭ জনের। এর আগের দিন দেশটিতে অনেক দিন পর মৃত্যুর সংখ্যা তিন হাজারের নিচে নেমেছিল। মৃত্যু হয়েছিল ২৯৭৫ জন রোগীর।
নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৮৩ লাখ সাত হাজার ৮৩২ জনে। মৃতের সংখ্যা তিন লাখ ৩৫ হাজার ১০২ জনে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে।
৫৯৪ চিকিৎসকের মৃত্যু : ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া গতকাল জানায়, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৫৯৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী দিল্লি। এখানে ১০৭ জন চিকিৎসক মারা গেছেন। এছাড়া বিহারে ৯৬ জন, উত্তরপ্রদেশে ৬৭, রাজস্থানে ৪৩ ও ঝাড়খণ্ডে ৩৯ জন মারা গেছেন। বাকি চিকিৎসকরা দেশটির অন্যান্য প্রবেশের। দেশটিতে ১২ লাখের বেশি চিকিৎসক থাকলেও সংস্থাটির কাছে থাকা সাড়ে ৩ লাখ চিকিৎসকের রেকর্ড যাচাই করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংস্থাটি বলছে, চিকিৎসক মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসিনোভ্যাকের টিকা পেল ডব্লিউএইচওর অনুমোদন
পরবর্তী নিবন্ধবিশ্বব্যাপী ৮ কোটি টিকা বিতরণের পরিকল্পনা