ভারতে ডেঙ্গু রোগীর দেহে প্লাজমার বদলে মাল্টার রস!

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

ভারতে এক বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীকে প্লাজমার বদলে মাল্টার (মোসাম্বী) রস দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের এলাহাবাদে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রদীপ কুমার নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক ব্যক্তিকে বলতে দেখা যাচ্ছে, রক্তের প্যাকেটে মোসাম্বীর রস রয়েছে। নিহতের পরিবার দাবি করছে, প্লাজমার বদলে ড্রিপের মাধ্যমে মাল্টার রস দেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। এই গুরুতর অভিযোগ সামনে আসার পরে জেলার মুখ্য স্বাস্থ্য অফিসার হাসপাতালটি সিল করে দিয়েছেন। চিকিৎসাধীন রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, প্রয়াগরাজ জেলার ঝালওয়ার গ্লোবাল হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসায় প্লেটলেটের বদলে মোসাম্বীর জুস দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে আমি হাসপাতালটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছি।

প্লেটলেটের প্যাকেটটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দোষী প্রমাণিত হলে হাসপাতালের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মুখ্য স্বাস্থ্য অফিসারের নেতৃত্বে একটি দল গঠন করে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা রিপোর্ট দিবেন।

পুলিশ জানিয়েছে, ডেঙ্গু রোগীদের নকল প্লাজমা দেওয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও এটা স্পষ্ট নয় যে প্যাকেটে সত্যিই প্লাজমার বদলে মোসাম্বীর রস ছিল কিনা। কিন্তু কয়েকদিন আগে একটা জাল ব্লাড ব্যাঙ্কের খোঁজ আমরা পেয়েছি। তবে অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিয়ে কিছু জানায়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধপাওয়ার গ্রিডে হামলা, অন্ধকারে ডুবে যাচ্ছে ইউক্রেন