ভারতে টানেল ধস : ৯ দিন পর এল আটকা পড়াদের প্রথম ভিডিও

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৮:১৭ পূর্বাহ্ণ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি হাইওয়ে টানেল ধসে প্রায় ৪০ শ্রমিক ভেতরে আটকা পড়ার নবম দিনে প্রথমবারের মতো তাদের একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। সোমবার টানেলের ভেতরে ধসে পড়া আবর্জনা খুঁড়ে নতুন একটি পাইপ ভেতরে পাঠানো হয়, পরে পাইপের মধ্য দিয়ে একটি মেডিকেল এন্ডোস্কোপিক ক্যামেরা পাঠিয়ে ভিডিওটি ধারণ করা হয়। পাইপের মধ্যে দিয়েই কয়েকদিনের মধ্যে প্রথম গরম খাবার পাঠাতে সক্ষম হন উদ্ধার প্রচেষ্টায় নিয়োজিতরা। খবর বিডিনিউজের।

এর আগ পর্যন্ত তারা আগে স্থাপন করা সংকীর্ণ একটি পাইপ দিয়ে পাঠানো জলখাবার খেয়েই দিন কাটিয়েছেন, জানিয়েছে বিবিসি। ১২ নভেম্বর ভোর সকালে ভূমিধসের ঘটনার পর রাজ্যটির উত্তরকাশী জেলায় ব্রহ্মখালযমুনাত্রী জাতীয় মহাসড়কের নির্মাণাধীন টানেলটির একটি অংশ ধসে পড়ে। সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ টানেলটির প্রবেশ পথ থেকে প্রায় ২০০ মিটার ভেতরে এই ঘটনা ঘটে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। ঘটনার অল্প সময় পরই আটকা পড়াদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। আর তারপর থেকে পাইপযোগে তাদের অক্সিজেন, খাবার, পানি ও আলো সরবরাহ করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় উদ্ধার প্রচেষ্টায় নিয়োজিতরা ছয় ইঞ্চি ব্যাসের একটি পাইপ আবর্জনার মধ্য দিয়ে ভেতরে পাঠাতে সক্ষম হন।

পূর্ববর্তী নিবন্ধএক মৌসুমে ৩৮ লাখ বিয়ের আশা, চাঙা হবে অর্থনীতি
পরবর্তী নিবন্ধইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে ইরানের চিঠি