ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই : ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

ভারতে টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের অনড় অবস্থানের কথা আবারও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এটি আয়োজন করা অসম্ভব নয় বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশের দল যাবে কি না এ বিষয়ে আলোচনা করতে আইসিসির একটি দল ঢাকায় এসেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান ক্রীড়া উপদেষ্টা।

ভারতে বাংলাদেশ দলের না যাওয়ার ঘটনার সূচনা হয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে খবর উঠে আসছিল, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস নানা ঘটনার পর ভারতে ক্ষোভ দানা বাঁধছে। মোস্তাফিজের আইপিএলে খেলতে দেওয়া নিয়েও নানা বিতর্ক চলছিল।

এসবের জের ধরে গত ৩ জানুয়ারি ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, বাংলাদেশের পেসারকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছেন তারা। এরপরই কেকেআর থেকে আনুষ্ঠানিকভাবে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া বাংলাদেশি পেসারকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। এরপর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাংলাদেশে।

সেদিন রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে পোস্টে বলেন, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া তিনি নিরাপদ মনে করছেন না। সেই পোস্টে তথ্য ও সমপ্রচার উপদেষ্টাকে অনুরোধ করেন, বাংলাদেশে আইপিএলের সমপ্রচার বন্ধ করার উদ্যোগ নিতে। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সমপ্রচার বন্ধ রাখতে ৫ জানুয়ারি নির্দেশ আসে তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে।

এসবের ধারাবাহিকতায় নিরাপত্তা শঙ্কায় ভারতে টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরদিন আইসিসির কাছে তা জানিয়ে চিঠি দেয় বিসিবি। চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে নেওয়ার অনুরোধ করা হয়। এ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা ও চিঠি চালাচালির মধ্যে বৃহস্পতিবার আবারও শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার আগ্রহের বিষয়ে অনড় থাকার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

পূর্ববর্তী নিবন্ধভাসমান গুদাম হিসেবে লাইটার জাহাজ ব্যবহারে নৌপরিবহন অধিদপ্তরের কঠোর পদক্ষেপ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত করতে চাই : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন