করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের অন্তিম পর্যায়ে থাকা ভারতে একদিনের ব্যবধানে কমেছে দৈনিক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, রোববার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৪১ হাজার ৫০৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। খবর বিডিনিউজের। শনাক্ত এ রোগী ও মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কম। শনিবার বেশ কিছুদিন পর দেশটিতে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছিল। নতুন আক্রান্তদের নিয়ে ভারতে শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি আট লাখ ৩৭ হাজার ২২২ জনে দাঁড়িয়েছে। বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই আছে ভারত। চলতি মহামারীতে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পেছনে থাকা ভারত এ পর্যন্ত চার লাখ আট হাজার ৪০ জন রোগীর মৃত্যু দেখেছে।