ভারতে এক নারীকে ৫ মিনিটের ব্যবধানে দুই কোম্পানির টিকা

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ভারতের বিহার রাজ্যের এক নারীকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পৃথক দুই কোম্পানির করোনাভাইরাস টিকা দেওয়া হয়েছে। বিহারের পাটনা জেলার পুনপুন ব্লকের আওয়াধপুর গ্রামের বাসিন্দা সুনীলা দেবী (৬৩) গত বুধবার স্থানীয় একটি স্কুলে বসানো স্বাস্থ্য শিবিরে টিকা নিতে গিয়েছিলেন, সেখানেই তাকে পাঁচ মিনিটের ব্যবধানে কোভিশিল্ড ও কোভ্যাঙিন টিকা দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। খবর বিডিনিউজের।
শনিবার আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন ওই স্বাস্থ্য কেন্দ্রে তাকে প্রথমে কোভিশিল্ড টিকা দেওয়া হয়, পরে কোভ্যাঙিন টিকা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধস্পেনকে রুখে দিল পোল্যান্ড
পরবর্তী নিবন্ধফ্লোরিডায় দর্শনার্থীদের ভিড়ে পিকআপ ট্রাকের ধাক্কা, নিহত ১