ভারতে এইচএমপিভি শনাক্ত, আক্রান্ত চার শিশু

| মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৮:১৫ পূর্বাহ্ণ

কোভিড মহামারীর প্রায় পাঁচ বছর পর নতুন করে আরেক ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠেছে বিশ্বে। নাম ‘হিউম্যান মেটা নিউমো ভাইরাস’ (এইচএমপিভি)। এ ভাইরাসটিও কোভিডের মতো সেই চীনেই প্রথম শনাক্ত হয়েছে। উপসর্গও অনেকটা কোভিডের মতোই। দ্রুতই ভাইরাসটির সংক্রমণ ছড়াচ্ছে। গতকাল সোমবার ভারতে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এইচএমপিভিতে ৩ শিশুর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

দক্ষিণ ভারতের শহর বেঙ্গালুরুতে ২ শিশু ও আহমেদাবাদে ১ শিশুর দেহে এইচএমপিভি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। দুই শিশুর একজনের বয়স ৩ মাস। তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকজন ৮ মাস বয়সী শিশু বেঙ্গালুরুর একটি হাসপাতালে সুস্থ হয়ে উঠছে বলে জানানো হয়েছে খবরে। খবর বিডিনিউজের।

ওদিকে, গুজরাট রাজ্যের বৃহত্তম শহর আহমেদাবাদে ২ মাস বয়সী শিশুর দেহে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়েছে। এ শিশুটিই ভারতে প্রথম এই ভাইরাসে আক্রান্ত হওয়া রোগী।

যদিও সংক্রমিত এই তিন শিশু ও তাদের পরিবারের সদস্যরা কেউই সামপ্রতিক সময়ে দেশের বাইরে ভ্রমণ করেনি। ফলে বাইরের কারও কাছ থেকে তারা নতুন ভাইরাস সংক্রমিত হয়েছে এমনটি বলা যাচ্ছে না।

এর আগে গত বছরের নভেম্বর মাস নাগাদ বাংলাদেশের আরও কাছে, কলকাতায় হদিশ মিলেছিল এই ভাইরাসের। পশ্চিমবঙ্গের রাজধানীতে ছয় মাসের এক শিশুর শরীরে শনাক্ত হয় এইচএমপিভি। চিকিৎসার পর শিশুটি আপাতত সুস্থ রয়েছে।

হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্রমণ হলে সাধারণভাবে সর্দি হয়, বারবার নাক বন্ধ হয়ে যেতে পারে, প্রচুর কফ উঠতে পারে। তবে গুরুতর ক্ষেত্রে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়াও হতে পারে। এইচএমপিভি ভাইরাস ইতিমধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এমনকি বিভিন্ন দেশে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বাড়ছে। মালয়েশিয়ায় এইচএমপিভি সংক্রমণ বাড়ছে।

গণমাধ্যমটি জানায়, এর আগে আহমেদাবাদের শিশুটিকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। তবে তার অবস্থা এখন স্থিতিশীল।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের কারণে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তোলা যাচ্ছে না : উপদেষ্টা
পরবর্তী নিবন্ধএইচএমপি ভাইরাসে আতঙ্কের কিছু নেই