ভারতে ইলিশ রপ্তানি বন্ধে রিট আবেদন

| বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

ভারতে ইলিশ পাঠানো বাংলাদেশের রপ্তানি নীতির ‘পরিপন্থি’ দাবি করে সরকারকে উকিল নোটিস পাঠানোর পর এবার রপ্তানি বন্ধে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান গতকাল মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। খবর বিডিনিউজের।
ভারতে কম দামে ইলিশ রপ্তানি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা কেন দেওয়া হবে না, সেই মর্মে রুলও চাওয়া হয়েছে আবেদনে।
এবার দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে দুই হাজার ৪৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার, যার প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে যায় ৫ সেপ্টেম্বর।

পূর্ববর্তী নিবন্ধফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ অ্যান্ড এডুকেশনের কর্মশালা
পরবর্তী নিবন্ধচুনতীর আহমদ শাহ (রহ.)’র ইছালে ছওয়াব মাহফিল