বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কুয়াশার কারণে ভারত সীমান্তে ঢুকে পড়ায় বাঁশখালীর ৩২ জেলে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক রয়েছে বাঁশখালীর শীলকূপের পশ্চিম মনকিচর এলাকার নুরুল আবছার কোম্পানির মালিকাধীন ‘এফবি সোনার মদিনা–২’ এর জেলেরা।
নুরুল আবছার কোম্পানি জানান, জেলেরা ৬ ফেব্রুয়ারি বাঁশখালীর চাম্বলের বাংলাবাজার ঘাট থেকে সাগরে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে রওনা দেয়। পরে ১৫ ফেব্রয়ারির দিকে মাছ ধরতে গিয়ে কুয়াশার কারণে ভারতীয় সীমানায় ঢুকে পড়ায় বাঁশখালীর ১টি সহ আরো ২টি বাংলাদেশী ফিশিং বোট সীমান্তে অতিক্রম করায় তাদের আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এদিকে ভারতীয় জেলে আটক শীলকূপের জেলে পরিবারকে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী সম্প্রতি ঈদ উপহার সামগ্রী প্রদান করেন। এ সময় শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।












