ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে : ফখরুল

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে। এছাড়াও তিস্তা পদ্মাসহ অভিন্ন নদী থেকে ভারতের কাছে হিস্যা আদায় করা হবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খবর বাসসের।

নির্বাচনের জন্যে সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে পরে মাঠের পরিস্থিতি বুঝা যাবে। অস্ত্র উদ্ধারসহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, আমরা আশাবাদী যে নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে ফেরানোর সবরকম পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, দেশের একজন ক্রিকেটারকে অপমানের মাধ্যমে দেশকে অপমান করা হয়েছে। আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে একমত। তবে ছোটোখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত। তিনি আরও বলেন, আমি আগে ক্রিকেট খেলতাম ও বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সাথে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক জিয়া উত্তরাঞ্চল সফরে আসবেন এবং রংপুরের শহীদ আবু সাঈদসহ গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে : গাম্বিয়া
পরবর্তী নিবন্ধডিসি ওবায়দুল্লাহ খান ও আমার ড্রাইভিং লাইসেন্স