ভারতের রাজধানী নয়া দিল্লিতে দেশটির সর্বোচ্চ আদালতের সামনে এক ব্যক্তি নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল শুক্রবার সর্বোচ্চ আদালতে এক নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। খবর বিডিনিউজের।
ওই ব্যক্তিকে রাজভর গুপ্তা বলে শনাক্ত করেছে পুলিশ। সে দিল্লির নিকটবর্তী নয়ডার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, আগুনে গুরুতর আহত গুপ্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কী কারণে তিনি নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ।