ভারতের সবচেয়ে দামি টি-টোয়েন্টি খেলোয়াড় হার্দিক

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইনজুরি কাটিয়ে আইপিএলের মধ্য দিয়ে মাঠে ফেরার পর থেকেই ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ২৮ বছর বয়সী এ তারকা। হার্দিকের অধিনায়কত্বেই প্রথমবার আইপিএলে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। এছাড়া সমপ্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে তার অধীনেই সিরিজ জিতেছে ভারতের জাতীয় ক্রিকেট দল।

পূর্ববর্তী নিবন্ধএভাবে খেললে বিশ্বকাপে ভাল কিছু দেখছেন না লিটন
পরবর্তী নিবন্ধশেখ জামাল-সাইফ স্পোর্টিং ম্যাচ ড্র