ভারতের সঙ্গে যুদ্ধ হলে সৌদি আরব জড়াবে?

যা বললেন পাকিস্তানি মন্ত্রী

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ২:১৮ অপরাহ্ণ

পাকিস্তান ও সৌদি আরব গত সপ্তাহে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, তাতে কৌশলগত পারস্পরিক সহযোগিতার উপাদান থাকায় ভারত যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে ইসলামাবাদকে বাঁচাতে রিয়াদ এগিয়ে আসবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর বিডিনিউজের।

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বলে জানিয়েছে ডন, এনডিটিভি। হ্যাঁ, অবশ্যই, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেলে তাতে সৌদি আরব জড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে পাকিস্তানি খবরের চ্যানেল জিও টিভিকে আসিফ এমনটাই বলেছেন। তিনি মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের ধারা ৫’ এর সঙ্গে সৌদিপাকিস্তান প্রতিরক্ষা চুক্তির তুলনাও টেনেছেন।

ন্যাটোর ওই ধারাটি সম্মিলিত প্রতিরক্ষা নামে পরিচিত, যেখানে বলা হয়েছে জোটের কোনো সদস্য আক্রান্ত হলে ওই আক্রমণকে জোটের অন্যদের ওপর আক্রমণ বলেও ধরা হবে। আসিফ বলছেন, সৌদি আরবের সঙ্গে তাদের চুক্তিটি প্রতিরক্ষামূলক। আক্রমণাত্মক নয়। যদি কোনো আগ্রাসন হয়, তা সৌদি আরব কিংবা পাকিস্তান, যার বিরুদ্ধেই হোক না কেন, আমরা যৌথভাবে তা মোকাবেলা করবো, জিও টিভিকে এমনটাই বলেছেন তিনি। আলাদা করে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, কোনো আগ্রাসনের জন্য এই চুক্তিকে ব্যবহারের ইচ্ছা আমাদের নেই।

কিন্তু এই দুই পক্ষের কেউ যদি হুমকির মুখে পড়ে, তাহলে স্পষ্টতই ব্যবস্থাগুলো কার্যকর হওয়া শুরু হবে। তবে এই চুক্তির আওতায় সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্রও পাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আসিফও দুই দিন দুই কথা বলেছেন বলে জানিয়েছে ডন।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল
পরবর্তী নিবন্ধআজাদী, আগামীদের আসর ও আমার কিছু স্মৃতি