ভারতের সঙ্গে বিরোধ পাশ কাটিয়ে চীনকে ভূমিকা রাখতে বলল যুক্তরাষ্ট্র

জি-২০ সম্মেলন

| বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ভারতের সঙ্গে বিদ্যমান বিরোধ একপাশে রেখে আসন্ন জি২০ সম্মেলনে চীনকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেন, এটি সম্পূর্ণভাবে চীনের ওপর নির্ভর করে। তারা এমন ভূমিকার বিপরীতে ভণ্ডুল করে দেবে কিনা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মেলনে অংশ না নেওয়ার খবরের পরপরই সুলিভানের এই মন্তব্য এল। দিল্লিতে ৯১০ সেপ্টেম্বর জি২০ সম্মেলনের আয়োজন করছে ভারত। খবর বাংলানিউজের।

ভারত কিংবা চীন কোনো দেশই শি জিনপিংয়ের অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ জানায়নি। চীন এই সম্মেলনে অংশ নিতে পাঠাচ্ছে প্রধানমন্ত্রী লি কিয়াংকে। ২০২০ সালে লাদাখে গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।

পূর্ববর্তী নিবন্ধআরও বেশি বিদেশি কর্মী নেবে সিঙ্গাপুর
পরবর্তী নিবন্ধওয়াগনার বিদ্রোহের পর থেকে নিখোঁজ রুশ জেনারেলকে দেখা গেল