ভারতের সঙ্গে আওয়ামী লীগের গোপন চুক্তির প্রকাশ চান হাসনাত

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা গোপন চুক্তি প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিতেরও আহ্বান জানিয়েছেন তিনি। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পরদিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে এসব কথা লেখেন হাসনাত। খবর বিডিনিউজের। সেইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে আন্তঃনদীর পানির সুষম বণ্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, ফেলানীসহ সীমান্তে নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা এবং ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদ
পরবর্তী নিবন্ধসিএমপি কমিশনারের সাথে মতবিনিময়ে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ