ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পাবে ‘জওয়ান’

| সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’র দিকে নজর সবার। আগামী ৭ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি। বাংলাদেশের ভক্তদের দাবি, তারা ঢাকায় বসে বিশ্ব মুক্তির দিনেই ‘জওয়ান’ সিনেমাটি দেখতে চান। খবর বাংলানিউজের।

জানা গেছে, ৭ সেপ্টেম্বরেই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। নির্মাতাপ্রযোজক অনন্য মামুন জানান, শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় গতকাল রোববার তাদের সিদ্ধান্ত জানিয়েছে। ‘জওয়ান’ হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একইসঙ্গে মুক্তি পাবে বাংলাদেশ। ‘জওয়ান’এ শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এতে তার বিপরীতে দেখা যাবে ভারতের দক্ষিণী লেডিসুপারস্টার নয়নতারাকে। এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি। বিশেষ একটি চরিত্রে দেখা দেবেন দীপিকা পাড়ুকোনকেও।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে অমিতাভ-শাহরুখ!
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়া মাতাচ্ছে ‘সোলস’ ক্যানবেরার পর আরও ৫ কনসার্ট