ভারতের লোকসভায় রাহুলই হচ্ছেন বিরোধী দলীয় নেতা

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৫:৫৪ পূর্বাহ্ণ

রাহুল গান্ধীই হচ্ছেন ভারতের অষ্টাদশ লোকসভায় বিরোধী দলীয়নেতা। দিল্লিতে বিজেপিবিরোধী জোট ইন্ডিয়ার মঙ্গলবার রাতের বৈঠকে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সনিয়া গান্ধীজি লোকসভার প্রোটেম স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন, রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা পদে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার ইন্ডিয়ার বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টিসহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। বৈঠকে ২৬ জুনের স্পিকার নির্বাচনে বিজেপি প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সাংসদ কে সুরেশকে প্রার্থী করার বিষয়েও সর্বসম্মত সিদ্ধান্ত হয়। খবর বাংলানিউজের।ভারতের লোকসভায় এক দশক পর ফিরতে চলেছে বিরোধী দলীয় নেতার পদ।

২০১৪ সালে ৪৪ এবং ২০১৯এ ৫২টি আসনে জেতা কংগ্রেস এবার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পুনরুদ্ধার করেছে। এর প্রক্ষিতে ৮ জুন দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আনুষ্ঠানিকভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধআদালত চত্বর থেকে ফের গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল
পরবর্তী নিবন্ধমুক্ত জীবনে অ্যাসাঞ্জ, ফিরেছেন অস্ট্রেলিয়ায়