টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে ছাড়াই আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব। তার ডেপুটি হিসেবে থাকছেন অক্ষর প্যাটেল। গিলের পরিবর্তে সহ–অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্যাটেলকে। ২১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত দল : সুর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান।












