ভারতের বিপক্ষে ছিটকে গেলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

রশিদ খানকে নিয়েই ভারতের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল আফগানিস্তান। কিন্তু পিঠের সার্জারি থেকে এখনও সেরে না ওঠায় ৩ ম্যাচের সিরিজে খেলতে পারছেন না তিনি। আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান জানিয়েছেন, রশিদ খান দলের সঙ্গে চন্ডিগড় সফর করলেও এখনও ম্যাচ ফিট হতে পারেননি। ফলে তিন ম্যাচের সিরিজে তার খেলা হচ্ছে না। পিঠের এই সার্জারির কারণে এরই মধ্যে রশিদের বিগ ব্যাশ ও এসএটুয়েন্টি মৌসুম শেষ হয়ে গেছে। ইব্রাহিম বলেছেন, ‘রশিদ পুরোপুরি ফিট নয়। তবে দলের সঙ্গে সফর করছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। চিকিৎসকের অধীনে তার পুনর্বাসন চলছে; এই অবস্থায় আসন্ন সিরিজে আমরা তাকে ভীষণ মিস করবো।’ রশিদের মতো বড় তারকার অনুপস্থিতি যে তাদের ভোগাবে সেটা গোপন করেননি ইব্রাহিম, ‘রশিদকে ছাড়া অবশ্যই আমাদের কঠিন সংগ্রামের মধ্যে পড়তে হবে। কারণ তার অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু স্বীকার করতেই হবে এটা ক্রিকেট। যে কোনও পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে।’ অক্টোবরনভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর রশিদ কোনও ধরনের ক্রিকেট খেলেননি। সমপ্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জেতা টিটোয়েন্টি সিরিজেও () ছিলেন না তিনি। রশিদ না থাকায় সেই দায়িত্ব এখন ভাগ করে নিতে হবে মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, নূর আহমেদ, কায়েস আহমেদ ও শারাফুদ্দিন আশরাফকে। রশিদের বদলে আরব আমিরাতের বিপক্ষে লেগস্পিনের মূল দায়িত্ব পালন করেছেন কায়েস। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি। ১১.১৬ গড় ও ৬.৭০ ইকোনমিতে ৬ উইকেট শিকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার ও ওয়ানডে অধিনায়ক স্মিথ
পরবর্তী নিবন্ধউদ্বোধনী দিনে আম্পায়ারিং করবেন বাংলাদেশের গাজী সোহেল