ভারতের বারানসি রেলস্টেশনে ব্যাপক অগ্নিকাণ্ড

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

ভারতের উত্তরপ্রদেশের বারানসির ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের গাড়ি পার্কিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে অন্তত ২০০টি মোটরবাইক ভস্মীভূত হয়েছে। সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, দমকল বাহিনী ও পুলিশের কর্মকর্তারা ওই পার্কিং এলাকার আগুন নেভানোর কাজ করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে দমকল বাহিনীর প্রায় ১২টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, এগুলোর পাশাপাশি রেলওয়ে পুলিশ, রেলওয়ে প্রটেকশন ফোর্স এবং পুলিশের স্থানীয় দলগুলোও তাদের সঙ্গে রয়েছে। খবর বিডিনিউজের।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার সকালে আকস্মিক আগুন দেখতে পান কয়েক জন। ঘটনাটিতে রেলস্টেশনের কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করে। কিন্তু খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আগুন ছড়িয়ে পড়লেই পার্কিংয়ে থাকা প্রায় ২০০ বাইকে আগুন ধরে যায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের ১২টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পত্রিকাটি।

হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও এই দুর্ঘটনায় প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তে অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ মোটরবাইকই রেলকর্মীদের।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম, মঞ্চে উঠে আতিফ
পরবর্তী নিবন্ধতাইওয়ানের কাছে সাড়ে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন