মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনে ১০ শতাংশ বেশি শক্তিশালী হয়ে ওঠা ভারী বৃষ্টি ভারতের কেরালা রাজ্যের প্রাণঘাতী ভূমিধসের কারণ বলে সিদ্ধান্ত টেনেছেন আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। ৩০ জুলাই ভোরে ব্যাপক ভূমিধসে কেরালার পাহাড়ি জেলা ওয়েনাড়ের কয়েকটি গ্রামের তিন শতাধিক মানুষের মৃত্যু হয়। ২০১৮ সালে বন্যায় ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর পর এটি ছিল ওয়েনাড়ে ঘটা সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ। খবর বিডিনিউজের।
এই ভূমিধসের কারণ নিয়ে গবেষণা করে গতকাল তার ফলাফল প্রকাশ করেছে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন গোষ্ঠী। এই গোষ্ঠীটি চরম আবহাওয়ার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ভূমিকা নিয়ে গবেষণা করে। তাদের গবেষণায় দেখা গেছে, ওয়েনাড়ে দৈনিক মৌসুমি বৃষ্টিপাত জলবায়ু পরিবর্তনের কারণে ১০ শতাংশ বেশি শক্তিশালী হয়ে উঠেছে।
ভূমিধসে ব্যাপক হতাহতের জন্য অপ্রত্যাশিত ভারী বৃষ্টিপাতকে দায় দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে পূর্ববর্তী ৪৮ ঘণ্টায় ৫৭২ মিলিমিটার (২৩ ইঞ্চি) বৃষ্টি হয়, আবহাওয়ার পূর্বাভাসে ২০৪ মিলিমিটার (৮ ইঞ্চি) বৃষ্টিপাত হতে পারে বলা হলেও হয়েছে তার দ্বিগুণেরও বেশি। গবেষণা ফলাফলে গবেষকরা বলেছেন, বিশ্ব যদি জীবাশ্ম জ্বলানির ব্যবহার থেকে সরে না আসে আর বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তাহলে কেরালার একদিনের বৃষ্টি বিস্ফোরণ আরও ৪ শতাংশ বেশি শক্তিশালী হয়ে আসবে। এই গবেষণায় পাওয়া জলবায়ু পরিবর্তনজনিত বৃষ্টিপাতের বৃদ্ধি ভবিষ্যতে সম্ভাব্য ভূমিধসের সংখ্যা বাড়িয়ে তুলতে পারে।