ভারতের প্রধান স্পন্সর অ্যাপোলো টায়ার্স

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

ড্রিম ইলেভেনএর সঙ্গে চুক্তি বাতিলের পর নতুন স্পন্সর পেতে খুব বেশি সময় লাগল না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের। পুরুষ ও নারী দলের প্রধান স্পন্সর হিসেবে অ্যাপোলো টায়ার্সের সঙ্গে চুক্তি করেছে তারা। অ্যাপোলোর সঙ্গে আড়াই বছরের চুক্তি করার কথা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই। তবে চুক্তির আর্থিক দিক নিয়ে কিছু খোলাসা করেনি তারা। পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে, ৫৭৯ কোটি রুপিতে অ্যাপোলোর সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই। ভারত সরকারের নতুন ‘অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন’ বিল পাস হওয়ার পর ড্রিম ইলেভেনএর সঙ্গে সম্পর্ক রাখতে পারেনি বিসিসিআই। বিশ্বের সবচেয়ে বড় ‘রিয়েল মানি’ অনলাইন গেমিং প্ল্যাটফর্মটির সঙ্গে ৩৫৮ কোটি রুপির চুক্তি বাতিল করতে বাধ্য হয় তারা। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল তাদের।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয় গাজায় পাঠাবে নরওয়ে
পরবর্তী নিবন্ধঅনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল