ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার

| বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

সাবেক মিডিয়াম ফাস্ট বোলার অজিত আগারকারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৪৫ বছর বয়সী আগারকারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়ার আগে এই পদে ছিলেন চেতন শর্মা। তবে গত ফেব্রুয়ারিতে তিনি সরে যাওয়ার পর এই পোস্টটি ফাঁকাই ছিল এতদিন। অবশেষে আগারকারকে নিয়োগ দেয়া হলো। প্রধান নির্বাচক পদে নিয়োগ দেয়ার জন্য যে ইন্টারভিউ বোর্ড গঠন করা হয়, সেই বোর্ডের প্রতিটি সদস্যই আগারকারকে নিয়োগ দেয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এরই মধ্যে এই কমিটিতে নিয়োগ দেয়া হয়েছে শিব সুন্দর দাস, সালিল আঙ্কোলা, সুব্রত ব্যানার্জি এবং শ্রীধরণ সারথকে। ২৬ টেস্ট এবং ১৯১টি ওয়ানডে খেলা আগারকার হলেন এই প্যানেলের সবচেয়ে সিনিয়র সদস্য। আগারকার তিনটি বিশ্বকাপ দলের অংশ ছিলেন। ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭। ছিলেন ধোনির টিটোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ বছর পর সৃজিতের ছবিতে জয়া
পরবর্তী নিবন্ধফারুকিতে বারবার হোঁচট তামিমের