চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল কর্তৃক আয়োজিত ২য় আন্তর্জাতিক বার্ষিক সম্মেলনে বিদেশি প্রতিনিধি হিসেবে অংশগ্রহণকারী ভারত থেকে আগত সুশ্রুত আই ফাউন্ডেশনের সেক্রেটারী ডা. রিতিশ চন্দ্র পাল (আর. সি. পাল) কে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল এবং ২য় আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন আয়োজকদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গত ৭ নভেম্বর সন্ধ্যায় সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল কর্তৃক আয়োজিত ২য় আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত চক্ষু সেবা বিষয়ক কর্মশালা ও ফেলোশীপ ডিনারের এক বিশেষ সেশনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত চক্ষু চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী, প্রফেসর ডা. মো. শওকত কবির, ডা. নিয়াজ আবদুর রহমান, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কোহিনুর কামাল, সদ্য প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোসলেহ্ উদ্দিন আহমেদ অপু, ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জমান লিটন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন নজমুল হক চৌধুরী, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী ও ভাইস–চেয়ারম্যান পিডিজি লায়ন কামরুন মালেক, পিডিজি লায়ন সিরাজুল হক আনসারী, পিডিজি লায়ন মো. মোস্তাক হোসাইন, পিডিজি লায়ন শাহ্ আলম বাবুল, পিডিজি লায়ন আল–সাদাৎ দোভাষ, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস এম আশরাফুল আলম আরজু, হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, উপ–পরিচালক ডা. শাবানা সুলতানা, ২য় আন্তর্জাতিক বার্ষিক সম্মেলনের কনভেনর ডা. আলতাফ উদ্দিন খান ও মেম্বার সেক্রেটারী ডা. শেখ মোহাম্মদ মুরাদসহ ঢাকা থেকে আগত এবং চট্টগ্রামস্থ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।