পুরো ভারতকে রোববার রাতে উল্লাসে মাতিয়ে রেখেছিল তাদের নারী ক্রিকেট দল। কেননা প্রথমবারের মতো উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। ভারতীয় নারী দলের এ কৃতিত্বের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ট্রফি জিতে আইসিসির কাছ থেকে প্রায় ৪০ কোটি রুপি প্রাইজমানি পাওয়া দলটি বোর্ডের কাছ থেকে পাচ্ছে ৫১ কোটি রুপি। নাভি মুম্বাইয়ে রোববার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় হারমানপ্রিত কৌরের দল। চ্যাম্পিয়ন হিসেবে আইসিসির কাছ থেকে তারা প্রাইজমানি পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৩৯ কোটি ৭৮ লাখ রুপি। বোর্ডের তরফ থেকে শিরোপা জয়ী দলকে ৫১ কোটি রুপি আর্থিক পুরস্কার দেওয়ার কথা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া। তিনি জানান, মুম্বাইয়ের ডি.ওয়াই. পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক জয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হচ্ছে।
সাইকিয়া বলেন, ‘বিসিসিআই অত্যন্ত আনন্দিত এবং আইসিসি থেকে প্রাপ্ত কোনও অর্থ না ছুঁয়েই নিজেদের তহবিল থেকে ৫১ কোটি রুপি ভারতীয় নারী দলকে পুরস্কার হিসেবে দিচ্ছে। এই অর্থ খেলোয়াড়, নির্বাচক ও অমোল মজুমদারের নেতৃত্বাধীন সাপোর্ট স্টাফদের মধ্যে বণ্টন করা হবে।’ বিসিসিআইয়ের এই পুরস্কার আইসিসির নির্ধারিত পুরস্কারের অতিরিক্ত। বোনাস হিসেবেই এটা দেওয়া হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি চেয়ারম্যান জয় শাহ নারী বিশ্বকাপের জন্য পুরস্কারের অর্থ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন,‘গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ উইমেন’স বিশ্বকাপের প্রাইজমানি ৩০০ শতাংশ বাড়িয়েছেন এসব পদক্ষেপ নারী ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছে। বিসিসিআইও খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফসহ পুরো দলকে ৫১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে।’ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত আট দলের এই আসরের মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, গত আসরের চেয়ে যা ২৯৭ শতাংশ বেশি। নিউজিল্যান্ডে ২০২২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার।
ভারতীয় দলের জন্য পুরস্কারের ঘোষণা এখানেই শেষ নয়, তাদের কাছে একের পর এক আসছে আরও পুরস্কারের ঘোষণা। ভারতের সুরাটের শিল্পপতি ও রাজ্যসভার সদস্য গোবিন্দ ঢোলাকিয়াও ভারতীয় নারী ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য এক অভিনব পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হীরার গয়না আর সৌরবিদ্যুতের প্যানেল এই দুই উপহার পৌঁছে যাবে চ্যাম্পিয়ন দলের প্রতিটি ক্রিকেটারের ঘরে।
ঢোলাকিয়া শ্রী রামকৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমেরিটাস। ফাইনালের আগেই তিনি বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাকে চিঠি লিখে জানান, ভারতীয় দলের প্রতিটি সদস্যকে তিনি ‘হাতে তৈরি প্রাকৃতিক হীরার গয়না’ দিতে চান। তাঁর ভাষায়, এটি হবে ক্রিকেটারদের মেধা আর দৃঢ়তার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন। শুধু তাই নয়, ঢোলাকিয়া চিঠিতে আরও লিখেছেন, প্রতিটি খেলোয়াড়ের বাড়ির ছাদে বসানোর জন্য সৌরবিদ্যুতের প্যানেলও উপহার দিতে চান তিন্তি‘যেন দেশের জন্য যে আলো তারা ছড়িয়েছে, সেই আলো সব সময় তাদের জীবনেও জ্বলতে থাকে।’ এদিকে সোমবার মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করেছে, দলের সদস্য ক্রান্তি গৌড়কে দেওয়া হবে এক কোটি রুপি পুরস্কার। টুর্নামেন্টে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্যই এই সম্মান।












