ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র সিস্টেম কিনবে ফিলিপিন্স

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

ভারতের কাছ থেকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র সিস্টেম কেনার একটি চুক্তি করেছে ফিলিপিন্স। কোন দেশের প্রতিরক্ষা খাতে ভারতের ক্ষেপণাস্ত্র রপ্তানির এটি প্রথম চুক্তি বলে খবর গণমাধ্যমের। এ চুক্তির কথা নিশ্চিত করে ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডলফিন লরেঞ্জানা বলেছেন, নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে জাহাজ-বিধ্বংসী এসব ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে। খবর বিডিনিউজের।
নিজেদের সামরিক খাতকে আধুনিকায়নের জন্য ৫৮৫ কোটি ডলারের একটি পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে ফিলিপিন্স। দেশটি সামরিকখাতকে যুগোপযোগী করতে যুদ্ধের পুরনো সরঞ্জামগুলোকে আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধজাহাজ এবং ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত হেলিকপ্টারগুলো আধুনিকায়ন এ পরিকল্পনার অংশ বলে জানিয়েছে। পরিকল্পনাটির মেয়াদের শেষ পর্যায়ে ভারতের ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করল দেশটি।
চুক্তি অনুযায়ী, ব্রাহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড ফিলিপিন্সকে তিনটি ব্যাটারি লঞ্চার, প্রশিক্ষণ সরঞ্জাম এবং রক্ষণাবেক্ষণসহ প্রয়োজনীয় সব ধরণের সহায়তা দেবে বলে শুক্রবার রাতে এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধজেনারেল রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত পাইলটের ভুলে
পরবর্তী নিবন্ধএকই রানওয়েতে ২ বিমান, ভাগ্যক্রমে বাঁচলেন শতাধিক যাত্রী