ভারতের কাছে হেরে সু্পার এইট থেকে বিদায় নিল বাংলাদেশ

আজাদী অনলাইন | শনিবার , ২২ জুন, ২০২৪ at ১১:৫৭ অপরাহ্ণ

ফর্মহীন টপ অর্ডারের সামনে পাহাড়সম লক্ষ্য। কাজে যা হবার তাই হলো। ভারতের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সু্পার এইট থেকে বিদায় নিল বাংলাদেশ।

শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অর্ধশতকে ১৯৬ রান করে রোহিত শর্মার দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করে টাইগাররা।

রেকর্ড রান তাড়ায় আবারও ওপেনিং জুটির পরিবর্তন আনে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আগের দুই ম্যাচে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে এবার তানজিদের সঙ্গী লিটন দাস। চলতি আসরের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি (৩৫) গড়ে আউট হয়ে যান লিটন (১৩)।

কুলদ্বীপ যাদবের ঘুর্ণিতে তানজিদ (২৯), তাওহীদ হৃদয় (৪) এবং সাকিব আল হাসান (১১) দ্রুত আউট হলে, ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ‍্য
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা