সেমি–ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না। কিন্তু বাংলাদেশের পারফরম্যান্সে সেই তাগিদই দেখা গেল না। গত আসরের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে ন্যূনতম সম্ভাবনাও তারা জাগাতে পারল না। আরও একবার হতশ্রী ব্যাটিংয়ে সুপার সিক্সেই শেষ হয়ে গেল তাদের বিশ্বকাপ অভিযান। আইসিসি উইমেন’স অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। কুয়ালালামপুরে পুরো ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান করতে পারে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দল। জবাবে মাত্র ৭.১ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। বাংলাদেশের পরাজয়ে নিশ্চিত হয়ে গেল সুপার সিক্সের এক নম্বর গ্রুপের দুই সেমি–ফাইনালিস্ট দল। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে সেরা চারের টিকেট পেল অস্ট্রেলিয়া। দুই দলের ঝুলিতেই সমান ৬ পয়েন্ট। প্রথম পর্ব থেকে নিয়ে আসা ২ পয়েন্টই এখন পর্যন্ত বাংলাদেশের সম্বল। টুর্নামেন্টের নিজেদের শেষ ম্যাচে ম্যাচে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা। আসরের প্রথম দুই ম্যাচেও হতাশ করেছিল বাংলাদেশের ব্যাটিং। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে কিছুটা উন্নতির ছাপ দেখা গিয়েছিল। কিন্তু এক ম্যাচ পর আবার পুরোনো চিত্র। টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলে মোসাম্মত ঈভার উইকেট হারায় বাংলাদেশ। এক ওভার পর রান আউট সাদিয়া ইসলাম। দলের বিপদ আরও বাড়িয়ে চতুর্থ ওভারে জোশিথার বলে বোল্ড ফাহমিদা ছোঁয়া। পাওয়ার প্লেতে বাংলাদেশ করে মাত্র ১৬ রান। পরের চার ওভারে আরও পিছিয়ে পড়ে তারা। ভেয়ষ্ণাবি শার্মার তিন শিকারের প্রথমটি হয়ে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। দ্বিতীয় ব্যাটার হিসেবে রান আউট হন আফিয়া আসিমা। প্রথম পাঁচ ব্যাটারের কেউই ৭ রানের বেশি করতে পারেননি। দশ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ২৩ রান। এরপর জুটি বেধে উইকেট পতনের জোয়ারে বাধ দেন সুমাইয়া ও জান্নাতুল মাওয়া। রানের গতি বাড়াতে পারেননি তারা। দুজন মিলে ৪১ বলে যোগ করেন ৩১ রান। নতুন স্পেলে ফিরে ১৪ রান করা জান্নাতুলকে এলবিডব্লিউ করেন ভেয়ষ্ণাবি। এক বল পর বাঁহাতি স্পিনারের বলে ক্যাচ তুলে দেন সাদিয়া আক্তার।
সাত নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সুমাইয়া। ২৯ বলে তিনি করেন ২১ রান। দলের একমাত্র বাউন্ডারিটি আসে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে। ছোট রান তাড়ায় একদম সময় নেননি গোঙ্গারি তৃষা। নিশিতা আক্তারের প্রথম ওভারে তিনটি বাউন্ডারি মারেন ভারত অধিনায়ক। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। পাওয়ার প্লের শেষ ওভারে আনিসা আক্তার হজম করেন চারটি চার। এর আগে চতুর্থ ওভারে জি কামালিনিকে ফেরান আনিসা। সপ্তম ওভারে তৃষার ঝড় থামান হাবিবা ইসলাম। ৮ চারে ৩১ বলে ৪০ রান করেন তৃষা। পরে জান্নাতুলের বলে বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন নিকি প্রাসাদ।