মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ব্যবধান গড়ে দেন ভারতের নিতু লিন্ডা। ভারতের জামশেদপুরে টাটা একাডেমি মাঠে শনিবার এ খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে লড়াই হলো প্রায় সমানে সমান। দ্বিতীয়ার্ধে একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে বলের ফ্লাইট মিস করলেন গোলরক্ষক রুপনা চাকমা। পিছিয়ে পড়ল বাংলাদেশ। শেষ পর্যন্ত এই ব্যবধান আর ঘোচাতে পারেনি বাংলাদেশ।
নেপালকে ৭-০ ব্যবধানে উড়িয়ে প্রতিযোগিতা শুরু করা ভারত পেল টানা দ্বিতীয় জয়। নেপালের বিপক্ষে ৪-২ গোলে জিতে আসা বাংলাদেশ পেল প্রথম হারের তেতো স্বাদ।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে দুই দল ছিল প্রায় সমানে সমান। অবশ্য আক্রমণে কিছুটা এগিয়ে ছিল ভারত। ছয়টি শটের তিনটি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। অন্যদিকে, তিনটি প্রচেষ্টার একটি লক্ষ্যে রাখতে পেরেছিল বাংলাদেশ। ৬৪তম মিনিটে ভারতের সিল্কি দেবির ক্রস পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ফিস্ট করে ক্লিয়ার করতে চেয়েছিলেন রুপনা, কিন্তু মিস করেন বলের ফ্লাইট। পাশেই থাকা বদলি খেলোয়াড় নিতু ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন।
এ ম্যাচে হারলেও প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। তিন দলের এ প্রতিযোগিতায় ফিরতি লেগে ২৩ মার্চ নেপাল ও ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে তারা। রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতবে শিরোপা।












