ভারতের কাছে সিরিজ হেরে সপ্তম স্থানে নেমে গেল বাংলাদেশ

| বুধবার , ২ অক্টোবর, ২০২৪ at ৪:৫৭ পূর্বাহ্ণ

ভারতের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২০ ব্যবধানে পরাজিত হয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে গেল বাংলাদেশ। চেন্নাইয়ে প্রথম টেস্ট ২৮০ রানের বড় ব্যবধানে হেরে ষষ্ঠ স্থানে নেমেছিলো বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলংকা ২০ ব্যবধানে সিরিজ জিতলে টেবিলের পঞ্চম স্থানে উঠে টাইগাররা (৩৯.২৯)। কানপুরে ভারতের কাছে সিরিজের দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে হেরে তালিকার সপ্তম স্থানে নেমে যেতে হলো বাংলাদেশকে। এ পর্যন্ত ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৩৪.৩৮ শতাংশ পয়েন্ট আছে টাইগারদের। কানপুর টেস্ট জিতে ১১ ম্যাচে ৭৪.২৪ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে এখন পর্যন্ত ৮টি জয়, ২টি হার ও ১টি ড্র করেছে টিম ইন্ডিয়া। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে শ্রীলংকা। চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে আছে যথাক্রমেইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এছাড়া পাকিস্তান অষ্টম ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবম স্থানে।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডে স্কুলবাসে আগুন ২৩ মৃতদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধটেস্টে দুই যুগে সবচেয়ে ‘খারাপ’ দল বাংলাদেশ