ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন অন্তত ৫০ জন। উত্তরকাশী জেলার ধরলি গ্রামে মেঘভাঙা বৃষ্টির পর এই বিপর্যয় ঘটে। স্থানীয় প্রশাসনের বরাতে এএনআই জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন, ভেসে গেছে ৪০–৫০টি বাড়ি। নিখোঁজ রয়েছেন ৫০ জনের বেশি। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
এদিকে উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিল এলাকায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে পাহাড় থেকে নেমে আসা হড়কা বানের ধাক্কায় ৯ সেনা নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে হর্ষিলের সেনা ক্যাম্পটি থেকে চার কিলোমিটার দূরে উত্তরকাশীর ধারালী গ্রাম এলাকায় মেঘভাঙা বৃষ্টির ঢল নেমে আসে। আচমকা পর্বত থেকে নেমে আসা হড়কা বানে ভেসে যায় বহু বাড়ি ও হোটেল। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।
এক প্রত্যক্ষদর্শী জানান, তার চোখের সামনে একের পর এক হোটেল–রিসোর্ট ভেসে গেছে, অথচ আগে থেকে কোনো সতর্কতা ছিল না। ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড পানির তোড়ে ধসে পড়ছে ঘরবাড়ি ও স্থাপনা।