ভারতের উত্তরাখণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশসহ ১৫ জনের মৃত্যু

| বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর একটি সেতু বিদ্যুতায়িত হয়ে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন মারা গেছেন। মঙ্গলবার গভীর রাতে রাজ্যটির চামোলি জেলায় অলকানন্দা নদীর একটি সেতুতে এ ঘটনা ঘটে। সেতুটি ‘নমামি গঙ্গে’ প্রজেক্টের একটি অংশ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। খবর বিডিনিউজের।

এই প্রকল্পের কাজ চলাকালেই ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে। সেতুর একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় ঘটে এই দুর্ঘটনা। এ ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২১ জন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর ১৫ জনের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় ম্যাচে হেরে গেল টাইগার নারীরা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.৫৩ কোটি টাকা