সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম তাঁর প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে দেশরত্ন শেখ হাসিনা মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায় ভারত রাজস্থান আজমীর শরীফ থেকে আগত জয়সিলমীর বিট টিমের ৮ গুণী শিল্পী রেইজ খান, আনোয়ার খান, আশরাফ খান, লক্ষ্মীদেবী, বেভা খান, মিরাসেপেরা, রাজেক খান ও শিরু খান–কে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে সংবর্ধিত অতিথিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ সামসুদ্দোহা, এইচ এম স্টিলের প্রধান প্রকৌশলী এয়াকুব নবী, উপাধ্যক্ষ আবদুল হক চৌধুরী নুরুল আলম ভুট্টু, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, প্রফেসর লায়লা নাজনীন রব, আবু সগিরসহ অন্যরা বক্তব্য রাখেন। সাবেক মেয়র মাহাম্মদ মনজুর আলম গুণী শিল্পীদের ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। এ সময় সাবেক মেয়র তাঁর বক্তব্যে বলেন, আমি গুণী শিল্পীদের মাধ্যমে ভারত সরকার ও সেদেশের জনগণের নিকট আমাদের কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দিতে চাই, আমরা বিশ্বাস করি, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বিরাজমান থাকলে উভয় দেশের জন্যই শান্তি ও কল্যাণ বয়ে আনে। অনুষ্ঠানে হিন্দী ভাষায় কাউয়ালীসহ ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়।












