ভারতের অরুণাচলে নিরাপদে পৌঁছেছে বাংলাদেশ দল

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে গতকাল মঙ্গলবার বিকালে ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। তারা অরুণাচল প্রদেশে নিরাপদে পা রেখেছে। গতকাল কোনও ট্রেনিং সেশন রাখা হয়নি। তাদের প্রথম অনুশীলন শুরু হবে আজ বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায়। গত ১৫ এপ্রিল বাংলাদেশ সাফ অনূর্ধ্ব১৯ টুর্নামেন্টকে সামনে রেখে ৩৫ জনের প্রাথমিক তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে ৩১ জন যোগ দেন। এই ক্যাম্পে ৩ জন প্রবাসী ফুটবলার ছিলেন। এদের মধ্যে বাদ পড়েছেন এলমান মতিন। বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন আব্দুল কাদির ও ফার্জাদ আফতাব। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘৩১ জন দুই সপ্তাহের বেশি অনুশীলন করেছে। সবাই বাংলাদেশি। পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত স্কোয়াড গঠন হয়েছে।’ সাফ অনূর্ধ্ব১৯ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘হামজা ভাই খেলার পর বাংলাদেশ দলের শক্তি বেড়েছে।

আশা করি তারাও আমাদের দলের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। আমরা সাফল্য পাবো।’ ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে। অন্য গ্রুপ ‘বি’তে আছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। আগামী ৯ মে ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দিন পর ১১ মে একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ ভুটান। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে ১৬ মে সেমিফাইনালে। ফাইনাল হবে ১৮ মে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহীরাসহ ৫৩ নারী ফুটবলারের সাথে চুক্তি করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন
পরবর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল কিশোরগঞ্জ জেলা