ভারতের অন্ধ্র প্রদেশের কুর্নলে বাইকের সঙ্গে সংঘর্ষের পর একটি ভলভো বাসে আগুন ধরে যাওয়ার ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোরের আগে সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী ওই স্লিপার কোচটিতে ৪৩ জন আরোহী ছিলেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে হিন্দু। খবর বিডিনিউজের।
দুর্ঘটনার পর প্রথমে ২৫ জন নিহত হয়েছিল বলে জানিয়েছিল এ ভারতীয় সংবাদমাধ্যম। কয়েক ঘণ্টা পর সেই সংখ্যা কমায় তারা। কুর্নল জেলার চিন্নাতেকুরু গ্রামের কাছে হওয়া এই বাস দুর্ঘটনায় দগ্ধ অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাইকের সঙ্গে সংঘর্ষের পর প্রথমে বাসটির সামনের অংশে আগুন ধরে যায়, এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়। দুর্ঘটনার সময় যাত্রীদের অনেকেই ঘুমিয়ে ছিলেন, আগুন ও ধোঁয়ায় জেগে উঠলেও সময়মতো তারা বাস থেকে বের হতে পারেননি।












