ভারতীয় সহকারী হাইকমিশনের বর্ণিল আয়োজন

রবীন্দ্র জন্মজয়ন্তী

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের উদ্যোগে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী। গতকাল সোমবার থিয়েটার ইনিস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এ উপলক্ষে বসেছিল রবীন্দ্রপ্রেমীদের প্রাণের মেলা। খবর বাংলানিউজের।

এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সভাপতিত্ব করেন ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করে লাকী দাশ ও সত্যজিত ঘোষ। নৃত্য পরিবেশন করে প্রাপন একাডেমি।

আবৃত্তি পরিবেশন করেন প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা। এছাড়া মঞ্চমুকুট নাট্য সম্প্রদায় রবীন্দ্রনাথের ‘মৃণালের কথা’ নাটকের একটি অংশ পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও প্রিয়তমা দে মনি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারে বিশ্ব মা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধগাইবান্ধা মাতালেন জেমস