ভারতীয় মদদপুষ্ট ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তান সামরিক বাহিনীর

| শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

তিনদিন আগে আফগানিস্তান সীমান্তের কাছে ওঁৎ পেতে সামরিক বাহিনীর বহরে হামলা চালানো ৩০ জঙ্গিকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় পাকিস্তানি সামরিক বহরের ওপর ওই হামলায় ৯ সেনা ও দুই কর্মকর্তা নিহত হয়। তেহরিকতালেবান পাকিস্তান (টিটিপি) হামলাটির দায় স্বীকার করে নিয়েছিল। হামলায় জড়িত টিটিপির ৩০ সদস্যের সবাইকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে গতকাল শুক্রবার পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে তীব্র গুলি বিনিময়ের পর সন্ত্রাসী হামলাটিতে জড়িত ভারতীয় মদদপুষ্ট ৩০ খারিজির (জঙ্গি) সবাইকে নরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে বিবৃতিতে।

ওরাকজাইয়ের জামালা মায়া এলাকায় অভিযানটি হয়েছে বলে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে ডন। মেতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছিল দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। এরপর থেকে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক তলানিতে রয়েছে। ইসলামাবাদ ইদানিং পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নয়া দিল্লির অর্থায়ন ও মদদ আছে বলে অভিযোগ করা শুরু করেছে। ভারতও এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে যাচ্ছে। শুক্রবার পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতি নিয়ে রয়টার্স ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে সাড়া পায়নি। পাকিস্তান তার আরেক প্রতিবেশী আফগানিস্তানের বিরুদ্ধে টিটিপি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ারও অভিযোগ করে যাচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ আফগানিস্তানের মাটিতেই হচ্ছে, অভিযোগ ইসলামাবাদের। কাবুলের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করছে। ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর তালেবান প্রশাসন কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কে টানাপড়েন দেখা যাচ্ছে। শুক্রবার পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিটি এসেছে কাবুলে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কয়েক ঘণ্টা পর। এদিকে এখন আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও ভারত সফর করছেন। ক্ষমতা পুনর্দখল করার পর এটাই ভারতে কোনো ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তার প্রথম সফর। বৃহস্পতিবার কাবুলে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে তালেবান প্রশাসন। তবে সে বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর দেয়নি তারা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, বলেছে তারা।

পূর্ববর্তী নিবন্ধফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
পরবর্তী নিবন্ধএমন চাপ নতুন নয়, ট্রাম্প প্রসঙ্গে নোবেল কমিটি