ভারতীয় বোর্ডের কড়া সমালোচনা কংগ্রেস নেতা ও বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের

আইপিএল থেকে বাদ মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমানে কংগ্রেস দলীয় লোকসভার সদস্য শশী থারুর। বোর্ডের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মদন লালও। সাংবাদিকদের সামনে নিজের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে শনিবার সামাজিক মাধ্যম এক্সএ ভারতীয় বোর্ডের সমালোচনা করেন শশী থারুর। ‘বিষয়টি নিয়ে আমার মতামত স্মরণ করিয়ে দিচ্ছি, এখন যখন বিসিসিআই দুঃখজনকভাবে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন? এখানে আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি: একটি জাতিকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে? খেলাধুলা নিয়ে এই নির্বোধ রাজনীতিকরণ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?।’ শশী থারুর বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার প্রভাব ক্রিকেটে পড়তে দেওয়া উচিত নয়। ‘সত্যি বলতে, আমি মনে করি না যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটের বহন করা উচিত। এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট, আমাদের কিছু বিষয়কে অন্য ঘটনা থেকে আলাদা করার চেষ্টা করা উচিত। আমরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছি এবং তাদের সংখ্যালঘুদের সুরক্ষা ও যত্ন নেওয়ার জন্য সঠিক পদক্ষেপ নিতে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, বার্তা অব্যাহত রাখা উচিত।’ শশী থারুরের মতে, এসবের সঙ্গে মোস্তাফিজকে জড়িয়ে ফেলাটা একবারের অনুচিত। ‘মোস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, এই বিষয়গুলোর কোনোটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে কোনো ঘৃণাসূচক বক্তব্য দেওয়া বা কোনো হামলাকে সমর্থন করার অভিযোগ নেই। তিনি একজন ক্রীড়াবিদ এবং এ দুটি বিষয়কে মেলানো অন্যায্য। আমরা যদি এমন একটি দেশ হয়ে যাই, যে তার সব প্রতিবেশীকে বিচ্ছিন্ন করে ফেলে এবং বলে যে কারো সঙ্গেই তারা খেলবে না, তাহলে দেশ হিসেবে এটি আমাদের জন্য কিভাবে ভালো কিছু হবে। এই বিষয়গুলোতে আমাদের বড় হৃদয় ও বড় মন থাকতে হবে।’ ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডের’ সঙ্গে আলাপে মদন লাল বলেন, খেলাধুলার ভেতরে রাজনীতির প্রবেশ মোটেও ভালো নয়। বিসিসিআই একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তিনি। ‘আমি মনে করি, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ কেউ তাদের চ্যালেঞ্জ করতে পারবে না। এমনকি শাহরুখ খানও (বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের কর্ণধারদের একজন) নয়, কারণ তারা বিসিসিআইয়ের অধীনে। তাই বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি জানি না কেন খেলাধুলায় এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলা কোথায় যাচ্ছে, আমার কোনো ধারণা নেই।’ ‘বাংলাদেশে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। কিন্তু এজন্য খেলোয়াড়দের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এটাই সমস্যা। তারা খেলোয়াড়দের ব্যবহার করে। যা চলছে, তা খুবই দুঃখজনক ঘটনা। খেলাধুলায় রাজনীতি মিশিয়ে ফেলা উচিত নয়।’ মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেন ভারতের ক্ষমতাশীন দল বিজেপির নেতা সঙ্গীত সোম। মদন লাল বললেন, নিলামে দল বাছাই তো আর শাহরুখ করেন না, তাই তাকে শূলে চড়ানো মোটেও উচিত নয়।

তার মতে, ওপর মহলের চাপেই মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশে যা ঘটছে, তার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমি এখানে সরাসরি কথা বলছি। ওপর মহলের চাপ অবশ্যই ছিল। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহরুখ খানের দোষ কোথায়? একটি কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেয়। যখন তারা নিলামে বসে, তখন তারাই খেলোয়াড় ও সবকিছু বাছাই করে।’ অন্যদিকে মোস্তাফিজুরকে খেলানো উচিত কি না, সেই বিষয়টি বিসিসিআইয়ের কোর্টে ঠেলে দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তার বক্তব্য, ‘সবটাই বোর্ডের হাতে আছে। ওদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই সংবাদমাধ্যমেরও উচিত ধৈর্য ধরা। আগেই সিদ্ধান্তে না পৌঁছে ঘটনাবলি কোন দিকে যাচ্ছে, সেটা দেখা উচিত। বোর্ডের যারা কর্তাব্যক্তি আছেন, তারা যথেষ্ট বুদ্ধিমান। বিশ্বের সব থেকে বড় লিগ যখন চালাচ্ছেন, তখন তারা জানেন কী করা উচিত আর কী করা উচিত নয়।’

পূর্ববর্তী নিবন্ধমোস্তাফিজের ৯.২০ কোটি রুপি পাওয়া নিয়ে ধোঁয়াশা
পরবর্তী নিবন্ধআশরাফুল,সুজনের প্রতিক্রিয়া