আইপিএল মাতানোর পর এবার আন্তর্জাতিক ক্রিকেট রাঙানোর অপেক্ষা। উমরান মালিককে ভারতীয় জাতীয় দলের জার্সিতে দেখতে চাইছেন অনেকেই। তবে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বললেন ভারতের হয়ে শুরুর একাদশে জায়গা পেতে আরেকটু অপেক্ষা করতে হবে উমরানকে। দিল্লির ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। আইপিএলে গতি আর কার্যকারিতা দেখিয়ে এই সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন উমরান।
তাই উমরানের অভিষেকও তাই খুব দ্রুতই হবে বলে মনে করা হচ্ছিল। তবে দ্রাবিড় বলেন নেটে উমরানকে দেখছি। গতি ওর আছে বটে। বয়স কম এখনও। প্রতিনিয়ত শিখছে। আরও ভালো হয়ে উঠছে এবং উন্নতি করছে ক্রমাগত। যত বেশি খেলবে তত উন্নতি হবে ওর। আমাদের দিক থেকে অবশ্যই ওর মতো একজনকে পেয়ে আমরা খুশি। তবে দেখতে হবে, খেলার সুযোগ ওকে কতটা দিতে পারি আমরা। বাস্তবতাও বুঝতে হবে আমাদের। কারণ স্কোয়াড অনেক বড়। সবাইকে তো একাদশে জায়গা দেওয়া সম্ভব নয়।
উমরানের মতোই আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে এই সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছেন তরুণ বাঁহাতি পেসার আর্শদিপ সিং। তবে একাদশে জায়গার ক্ষেত্রে দ্রাবিড় অনুসরণ করতে চান প্রক্রিয়া। আমি একাদশ নির্বাচনে সবসময়ই ধারাবাহিকতা চাই। যাদেরকে নেব, তাদেরকে সময় দিতে চাই এবং নিজের জায়গায় থিতু হওয়ার সুযোগ দিতে চাই। এটা তাই একটা বড় প্রশ্ন বটে যে উমরান ও আর্শদিপের মতো তরুণদের খেলার সুযোগ কতটা দিতে পারব।
প্রথম ম্যাচের পেস আক্রমণে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের সঙ্গে হার্শাল প্যাটেল ও আভেশ খানকে দেখা যাবে বলে আভাস দিলেন দ্রাবিড়। কয়জন অভিজ্ঞ পেসার আছে আমাদের। যাদের মধ্যে খেলেছে হার্শাল ও ভুবনেশ্বর। সবশেষ সিরিজে আভেশও খেলেছে। তরুণ কয়েকজন বিকল্প থাকাটাও দারুণ ও রোমাঞ্চকর। ওরা থাকায় আমাদের বিকল্প বেড়েছে এবং দেখার সুযোগ পাচ্ছি ওরা কেমন।